নরসিংদী জেলা স্টাফ রিপোর্টারঃ
সোমবার ০৪ জানুয়ারী ২০২১ ডিবি নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী সদর ও শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ০৮:৩৫ ও সন্ধ্যা ০৫:৩০ মিনিটে নরসিংদী সদর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) আকাশ সরকার @ ভূট্রো (৩১), পিতামৃত- মোহাম্মদ আলী, সাং- মাঝেরচর, থানা-পলাশ, (২) শাকিল মিয়া @ বড়ি শাকিল (২৫), পিতামৃত- আবুল হোসেন, সাং- সাটিরপাড়া, থানা- নরসিংদীদের এবং শিবপুর হতে (৩) মাহফুজুর রহমান @ প্রদীপ (৩৪), পিতামৃত- সুকুমার @ হৃদয়, সাং- রহিমাবাদ, থানা- রায়পুরা, (৪) মোঃ কাউসার মিয়া (৪৭),পিতামৃত- লুৎফর রহমান, সাং- শালুরদিয়া, থানা-শিবপুর, (৫) মোঃ শরীফ মিয়া (২৮), পিতা- বেদন সরকার, সাং- চলনা, থানা- পলাশ, সর্বজেলা- নরসিংদীদের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টা মোটরসাইকেলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৯০,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply