এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নির্বাহি ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় আইন অমান্যকারি ব্যক্তিদের জরিমানা, বিনামূল্যে মাস্ক বিতরন ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান জানান, বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমান সহ বিনামূল্যে মাস্ক বিতরন করা হয় তিনি আরও জানান আমাদের এ অভিযান এখন থেকে নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে, মাস্ক পরিধান করতে ও সচেতন হতে উৎসাহিত করেন।
Leave a Reply