এস.এম অলিউল্লাহ: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অসুস্থ বয়োবৃদ্ধ বাবাকে বলী করে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্র রায়হান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরনগর সাংবাদিক ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন রায়হান।
লিখিত বক্তব্যে রায়হান বলেন, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী গণি মিয়া ও তার ছেলেদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল তার পরিবারের।এর জের ধরে তারা পরপর আমার বাড়িতে হামলা চালায়,অামাকে অামার বাবা মাকে গুরতর অাহত করেছে।অামি অাইনের অাশ্রয় নিয়েছি তাই তারা তা থেকে বাঁচতে এই নাটক সাজিয়ে অামাদের ঘায়েল করতে চায়।
বিষয়টি নিয়ে সামাজিক ভাবে,স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ থানায় বেশ কয়েকবার দেন দরবার হয়।গণি মিয়া গংরা বার বারই আপোষ মিমাংসার রায় মেনে পূনরায় আবার তা ভরখেলাপ করে চলেছেন।
এক প্রশ্নের জবাবে রায়হান আরো জানান,স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে গনি মিয়ার বয়সকে পুঁজি করে ভিন্ন খেলায় মেতে উঠেছে গণি মিয়ার ছেলেরা।তার ছেলেরা গণি মিয়ার বয়সের ভারে দুর্বল হয়ে বাথরুমে যাবার সময় রাস্তায় পড়ে হাড় ভেঙে যায়।চিকিৎসার চলতি অবস্থায় সুস্থ্যতার জন্য শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গেলে তার সন্তানেরা এটি নিয়েও নোংরা রাজনীতি শুরু করেছেন।চিকিৎসার ব্যবস্থাপত্র দেখিয়ে এসব জখমকে আমাদের দ্বারা আঘাত বলে অপপ্রচার চালানো সহ আদালতে মিথ্যা মামলা দায়ের করে অামার পরিবার কে হয়রানি করছে।অথচ এই বিষয়টি অন্যান্য প্রতিবেশী গ্রামবাসী সহ এলাকাবাসী জানেন।ওরা এতোই হিংস্র যে এমন কোন কাজ নেই যা তাদের ধারা অসম্ভব।
আশাকরি আদালত বিষয়টি সুষ্ঠু তদন্ত করবেন।
বিষয়টি নিয়ে শান্তির লক্ষ্যে নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের সহায়তা কামনা করছি।
পরে রায়হান তার মোবাইলে একটি অডিও রেকর্ড শোনান যেখানে গনি মিয়ার ছেলেরা রায়হান ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিতে দেখা গেছে।
সংবাদ সম্মেলনে রায়হান সহ তার বাবা ও চাচা উপস্থিত ছিলেন।
Leave a Reply