.
এইচ অার রুবেল ঃ দুর্নীতি বিরোধী সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ প্রভাকর পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ ও প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলালের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নবীগঞ্জ সাংবাদিকবৃন্দ ও প্রভাকর পাঠক সমাজ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নতুন বাজার মোড়ে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সভাপতিত্বে ও প্রভাকর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি রুমেল আহমেদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, অনু আহমদ, জয়নাল আবেদিন, এম এ রহিম, ইমরান আহমেদ রেজা, সাংবাদিক আল হাসান লিটন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. নাবেদ মিয়া, নবীগঞ্জ সাংবাদিক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাংবাদিক শওকত আহমেদ, মো. হাসান চৌধুরী, ইকবাল হোসেন তালুকদার, সফিকুল ইসলাম নাহিদ, অঞ্জুন রায়, মোফাজ্জল ইসলাম সজীব, নীরব তালুকদার, আশরাফুল ইসলাম, তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, জাবেদুর রহমান প্রমুখ।
উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের একটাই দাবী অতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নতুবা পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
Leave a Reply