নগরীর ৩৪ নং ওয়ার্ডের বহর বাহুবল এলাকায় অবস্থিত হযরত শাহপরান (রহঃ) মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম জামে মসজিদে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে প্রথম জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লী-কেরামগণ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন,
রহমত, বরকত আর নাজাতের মাস হলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। সিয়ামের উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জনের মাধ্যমে আত্মিক পরিশুদ্ধি লাভ করা। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য তিনি সবাইকে আহবান জানান।
শুক্রবার (২৪ মার্চ) নগরীর ৩৪ নং ওয়ার্ডের বহর বাহুবল এলাকায় অবস্থিত হযরত শাহপরান (রহঃ) মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম জামে মসজিদে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান।
এসময়ে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি,অধ্যক্ষ আবিদুর রহমান,মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, খলিল আহমদ, জয়নাল আবেদীন লস্কর জুয়েল, নুরুজ্জামান জুয়েল, সিরাজুল ইসলাম মিরাজ, এডভোকেট মফিজুর রহমান মফি সহ এলাকার ময়মুরুব্বিয়ান ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply