নওগঁা প্রতিনিধি ->>
নওগঁা জেলায় গত ২৪ ঘন্টায় নুতন করে ৫ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মহাদেবপুর উপজেলার ১ জন, মান্দা উপজেলার ১ জন, বদলগাছি উপজেলার ২ জন এবং পত্নীতলা উপজেলার ১ জন। এখন পর্যন্ত এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দঁাড়ালো ১ হাজার ৩শ ১৫ জন-এ।
নওগঁা’র ডেপুটি সিভিল সাজর্ন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা দঁাড়ালো ১ হাজার ২শ ৫০ জন।
এ সময় জেলায় নুতন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৬ ব্যক্তিকে। এদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, মান্দা উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন এবং পত্নীতলা উপজেলায় ১ জন। এ সময় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া্ হয়েছে ৭২ ব্যক্তিকে। বর্তমানে কোয়ানেটাইনে রয়েছেন ২৯৯ জন।
Leave a Reply