হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার, রানীনগর নওগাঁ।
৫১ নওগাঁ ৬(আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচনে ১ লাখ ৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি আলহাজ্ব শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) ভোট পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ,নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) উপনির্বাচনে সামাজিক দূরত্ব মেনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুই উপজেলায় মোট ১০৪টি ভোট কেন্দ্র । এর মধ্যে রাণীনগর উপজেলায় ৪৯টি ও আত্রাই উপজেলায় ৫৫টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ছিল ৭২১টি। এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ছয় হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৩ হাজার ৭৫৮ এবং মহিলা ভোটার এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন। প্রতিটি ইউনিয়নে একজন করে মোট ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটি করে স্ট্রাইকিং টিম এবং একটি করে মোবাইল টিম কাজে নিয়োজিত ছিল। মোট ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে । নওগাঁ ৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়েছে, মোঃ আনোয়ার হোসেন হেলাল ভাই, সেই উপলক্ষে, নওগাঁ জেলা মহিলা আওয়ামিলীগ এর পক্ষ থেকে পারভীন আক্তার,লিপি সাহার ফুলের শুভেচ্ছা জানান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা। এইদিকে নানা অনিয়ম ও অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু বেলা সাড়ে ৩টার সময় এক প্রেস ব্রিফিংয়ে উক্ত নির্বাচন বর্জন করেন।
Leave a Reply