হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার,সান্তাহার
নওগাঁ সান্তাহারে জাহিদুল ইসলাম নামের এক সৌদি আরব প্রবাসীর বাগানের গাছ একরাতেই কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার দুপুরে সান্তাহার পুলিশ ফাঁড়িতে ওই প্রবাসীর শশুর তমিজ উদ্দীন প্রতিবেশি আরেক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন, সৌদি আরব প্রবাসী জাহিদুল ইসলাম জাহিদের বাগানের পাশে আরেক সৌদি আরব প্রবাসী শফিকুলের বাসা। জাহিদের বাগানের গাছের ডাল শফিকুলের সীমানায় রয়েছে এমন অভিযোগ এনে ইতিপূর্বে সান্তাহার পৌরসভার প্যানেল মেয়রের কাছে অভিযোগ করেন শফিকুলের স্ত্রী। অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু সুষ্ঠ সমাধান না আসায় জৈনক সৌদি আরব প্রবাসীর স্ত্রী রাতের আধাঁরে বাগানের ৫টি আম গাছ, ৭টি সুপারি গাছ, ২টি পেপে ও ১টি পেয়ারাগাছ কেটে ফেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply