আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ৩০ বোতল ফেন্সিডিল সহ আমিন হোসেন (৩৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। আটক আমিন হোসেন উপজেলার বিন্যাকুড়ি (মাছিয়াডাঙ্গা) গ্রামের মোঃ ইসরাইল হোসেন ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার ভাতকাড়া মোড় এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমিন হোসেন কে আটক করা হয়। এসময় তাঁর কাছে থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন সহ ১ টি ভারতীয় এয়ারটেল সিম উদ্ধার করা হয়।
সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আজ শনিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।#
Leave a Reply