আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।
ধর্ম যার যার উৎসব ও তার তার বললেন নায়ক আলমগীর। দুর্গা পুজা সকল ধর্মের লোকদের উৎসব প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে সাহসী বক্তব্য রাখলেন বাংলা সিনেমার এক সময়ের পর্দা কাপানো নায়ক আলমগীর। তিনি বলছেন ধর্ম যার যার উৎসবও তার তার।এক ধর্মের উৎসব অন্য ধর্মের অনুসারীরা কখনই গ্রহন করেনা।এমন যদি হত রোজা কিংবা কুরবানিতে হিন্দুরাও অংশ নিত।আমরা বাস্তবে এমনটা কখনো হতে দেখিনা।
শুধু মুসলিমদেরকে অন্য ধর্মের উৎসবে অংশ নিতে ‘ধর্ম যার যার উৎসব সবার’ এমন বক্তব্য ব্যবহার করা হয়।কিন্তু মুসলিমদের উৎসবে অংশ নিতে এই সস্তা প্রবাদটি ব্যবহার করা হয়না।এ বিষয়টি থেকে প্রমাণিত হয় মুসলিমদের ধর্ম থেকে বিচ্যুত করাতেই এক শ্রেনীর মানুষ এই প্রবাদটি ব্যবহার করে।
চিত্র নায়ক আলমগীর আরো লেখেন সকল ধর্মের প্রতি তার শ্রদ্ধা আছে,যার যার ধর্ম সে পালন করবে,কা্রো ধর্ম পালনে বাধা দেয়ার অধিকার কারো নেয়।তাই বলে আমরা নিজেদের ধর্ম বিসর্জন দিয়ে অন্যদের ধর্মীয় উৎসবে অংশ নিতে পারিনা।নায়ক আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পেজে এসব কথা লেখেন। তার ঐ লেখাটি অনলাইনে এখন ভাইরাল।
Leave a Reply