বিশেষ প্রতিনিধি এইচ আর রুবেল।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহ আলী থানাধীন নবাবের বাগ আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আমিরুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ক্রাইম নিউজ করায় এ হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী।
দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আমিরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার পেশাগত কাজ শেষ করে প্রাইভেট কার যোগে নিজ অফিসে যাওয়ার পথে আনুমানিক ৭.৩০ মিনিটে একটি সাদা রং এর নোহা গাড়ী নিয়ে আনুমানিক ৬-৭ জনের সন্ত্রাসীর একটি দল লোহার রড ও হাতুড়ি নিয়ে আমার গাড়ির সামনে আসে। তারা আপত্তিকর ভাষায় গালি-গালাজ করতে শুরু করে। হাতুড়ি দিয়ে হামলা চালায়। এবং আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তিনি আরো বলেন, ফোনে পুলিশ ডাকার পর সন্ত্রাসী বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আমি শাহ আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, যারা হামলা করেছেন তাদের সবার তথ্য পাওয়া যায়নি। তবে আমরা ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।
Leave a Reply