রবিবার, ০৪ অক্টোবর ২০২০,
আবু ইউসুফ ক্রাইম রিপোর্টার।
বাংলাদেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমি মনে করি। বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করছে।’ রবিবার (৪ অক্টোবর) শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। জাহিদ মালেক বলেন, ‘গত সাত আট মাস স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে কোভিড মোকাবিলা করেছে সফলতার সঙ্গে, অন্যদিকে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দিয়ে এসেছে।’ বাংলাদেশের কোভিড নিয়ন্ত্রণের প্রশংসা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন রাষ্ট্র প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার এর স্বীকৃতি দিয়েছেন।’
Leave a Reply