মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে দিপ্তী রহমান জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে সিও সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার নব-নির্বাচিত চেয়ারম্যান দিপ্তী রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক এর সহধর্মীনি সাহিদা আলম, সিও সংস্থার আইন উপদেষ্টা এ্যাডঃ টিপু সুলতান, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, ঝংকার নাট্যগোষ্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দ্দার।
এসময় প্রধান অতিথি বলেন, আমি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী হলেও আপনাদের এলাকার সন্তান। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। পাশাপাশি সিও সংস্থার উত্তোরোত্তর মঙ্গল কামনা করেন তিনি। এসময় তিনি আরও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বদা জনগণের কল্যানে উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
Leave a Reply