মোছাঃ মলিনা খাতুন মেহেরপুর জেলা প্রতিনিধি
তিয়ানসি বাংলাদেশ লিমিটেড এর সেমিনার এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নাগরিক নারী ঐক্য মেহেরপুর জেলা শাখার আহবায়ক মলিনা খাতুন, আদ্য ২০,৯,২০২০,সকাল ১০টায় ঢাকার মিরপুর ১১নাম্বারে ঝাল ক্যাফে চাইনিজ রেস্টুরেন্ট এ এই সেমিনার শুরু হয়,সেমিনার এ উপস্তিত ছিলেন তিয়ান্সি বাংলাদেশ লিমিটেড এর কামরুজ্জামান, উপস্থিত ছিলেন ষ্টার গোল্ড লায়ন শ্রি বিশসোনাথ রায়,উপস্তিত ছিলেন স্পিকার ও ট্রেনার জনাব মানিক রতন, সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশা সদস্য ও সদস্যরা,, আমন্ত্রিত অতিথি মলিনা খাতুন বলেন তিয়ানসি বাংলাদেশ লি হাজারো মানুষ কাজ করে নিজেকে নিয়জিত করেছে ও ভাগ্য পরিবর্তন করেছে, আপনারা সতভাবে কাজ করবেন এবং সদস্য দের নিজের সন্তান এর মতো মনে করে রাখবেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।।।। মলিনা খাতুন আহবায়ক নাগরিক নারী ঐক্য মেহেরপুর ও সদস্য জাতীয় ঐক্য ফ্রন্ট মেহেরপুর।।।।
Leave a Reply