রাজশাহী জেলা প্রতিনিধি:
তানোরে দেশি পেঁয়াজ ৯০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। তানোর গোল্লাপাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ২/১টাকা কম বেশি এই দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
শুক্রবার সরেজমিনে গোল্লাপাড়া হাটে গিয়ে দেখা যায়, পেঁয়াজের পাশাপাশি অন্য সব নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বেশ চড়া। দেশি আলু ৪০ টাকা কেজি ও হলেন্ডার ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অপরদিকে ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, বরবটি ৪০ টাকা কেজি, মুলা ৪০ টাকা এবং কচু ৪০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা বলছেন, করোনার প্রভাবসহ দফায় দফায় বৃষ্টি ও বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারনে সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
ক্রেতারা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরেই গোল্লাপাড়া বাজারসহ প্রায় সকল হাটবাজারে বিভিন্ন সবজি ও নিত্যপন্যের দাম বেড়েছে। বিক্রেতারা বলেন, গত দুই সপ্তাহ থেকে গোল্লাপাড়া হাটসহ বিভিন্ন হাটে সবজিসহ নিত্য পণ্যের দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত।
Leave a Reply