রাজশাহী প্রতিনিধি
রাজশাহী তানোর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া বিভিন্ন ইলেকট্রিক জিনস পত্র উদ্ধার ও ৪ চোর কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চুরিকৃত জিনিস পত্রসহ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইফতেখায়ের আলম। রোবার গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রোববার ০৪ অক্টবর রাজশাহীর তানোর থানার পুলিশের টিম তানোর থানায় রুজুকৃত মামলা নং-২ এর সূত্রে অভিযান পরিচালনা করে। এসময় চুরি যাওয়া কোর আই ৭ ল্যাপটপ, মোবাইল ফোন, ১৯ ইঞ্চি মনিটর, সাউন্ড বক্স উদ্ধার ও ৪ চোরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১। মোঃ আশরাফুল (২১), পিতা- মোঃ মনছুর মন্ডল, ২। মোঃ ফজলু আলী (৩১), পিতা- মোঃ সৈয়দ আলী মন্ডল সাং- আমশো (তাতিয়াল পাড়া), ৩। মোঃ আলম আলী (৩৭), পিতা- মৃত পরান সরদার সাং- গুবিরপাড়া, ৪। মোঃ হুসেন আলী মন্ডল (৩৬), পিতা- মোঃ আঃ করিম, সাং- ধানতৈর (পশ্চিমপাড়া) সর্ব থানা- তানোর জেলা-রাজশাহী। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply