রাজশাহী জেলাপ্রতিনিধি:
সরকারি সিদ্ধান্তে দেশের অন্যান্য স্থানের ন্যায় তানোরে দাযিত্বরত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর নিরাপত্তায় ১০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
তানোরের ইউএনও’র সার্বক্ষণিক নিরাপত্তায় শুক্রবার থেকেই জেলা কার্যালয় থেকে এসে দাযিত্ব পালন শুরু করেছেন তাঁরা।
শুক্রবার বিকেলে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিতও করেছেন তানোর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দুর্বৃত্তের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার পর সরকার সারা দেশের সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ পরিচালক ফজলে হোসেন রাব্বী বিভাগের আটটি জেলার কমান্ড্যান্টকে একটি নির্দেশনা পাঠান।
এতে প্রত্যেক ইউএনওর জন্য ১০ জন করে নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।
ওই নির্দেশের পর রাজশাহী বিভাগের ৬৬টি উপজেলার ইউএনওদের নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর একজন পিসি, একজন এপিসি ও আটজন সদস্যসহ মোট দশ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়।
Leave a Reply