___________________________
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ জেলা প্রতিনিধিঃ- নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের কাতার প্রবাসি অাবদুল হালিমের বড় ছেলে অাবদুল অাজিম নোমান ঢাকা কেন্দ্রিয় কলেজের অর্নাস ২য় বর্ষের ছাএ তাঁরা দুই ভাই একটি ফ্লাটে এক সংঙ্গে থাকতো করোনাভাইরাস ও লকডাউন চলাকালে তাঁরা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের কে জি স্কুল রোড়ে একটি ভাড়া বাসায় তার মায়ের সাথে থাকে। গত ২৮/১১/২০২০ শনি বার দুপর ১টায় তাঁদের বাসার নিছে অাল-জাবের ইসলামী লাইব্রেরি তে নোমান সাময়িক অনলাইন ব্যবসা পরিচালনা করছেন,হঠাৎ লাইব্রেরির সামনে একটি মাক্রোবাস থামে ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ডুকে নোমান কে গলা চেপে ধরে গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্হানে নিয়ে যায়।নোমানের মা নাজমুল লাইল দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ কে জানায়, তিনি প্রথমে বসুরহাট পৌরসভার মেয়র অাবদুল কাদের মির্জাকে ঘটনার বিবরন জানাইলে তিনি তৎক্ষনাৎ কোম্পানীগন্জ থানায় ফোনে ওসিকে বলেন ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্বে অাইন গত ব্যবস্হা করবার জন্য। নিখোঁজ অাবদুল অাজিমের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মা নাজমুল লাইল বলেন অামার ছেলে ছোট বেলা থেকে সৌদি অারবে জেদ্দায় অামার সাথে বসবাস করছে সেখানে জেদ্দায় বাংলাস্কুলে পড়তো অত্যান্ত ভদ্র যা বর্তমানে অএ এলাকায় সাবাই তাকে ভালো জানে। অাজ ৭দিন অামার কলিজার টুকরা সন্তান নোমান অামার কাছে নেই বলে হাউ মাউ করে কাঁদছে কেউ মুক্তি পনও দাবি করছেনা কেন অামার কলিজাকে উঠিয়ে নিলো অামি কি অামার ছেলেকে পাবো মা নাজমুল লাইল প্রসাশন ও সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করছেন।তিনি অারো বলেন অামার ৫ছেলে মেয়ে ব্যক্তিগত জীবনে অামার পরিবারের সাথে কারো কোন বিরোধ নেই। তোবু কেন অামার নোমান অাজ নিখোঁজ?অামি মাননীয় মন্ত্রী মহোদয়ের সহায়তা অাশা করি।
Leave a Reply