এইচ এম সাগর (হিরামন)খুলনা ->>
খুলনা জেলা পরিষদের মৃত. সদস্য অভিজিৎ চন্দ্র চন্দের স্মরণে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে উপজেলার ভান্ডাপাড়া ইউনিয়নের খড়িবুনিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার নোয়াকাটি ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভান্ডারপাড়া ইউনিয়নের খড়িবুনিয়া একাদশ ১-০ গোলে সাহস ইউনিয়নের কাজিহুলা একাদশকে পরাজিত করেন। দু’ দলের বিদেশী নাইজেরিয়ান খেলোয়াড় সমৃদ্ধ নান্দনিক ফুটবল খেলা দেখার জন্য সকাল থেকে উপজেলা সহ আশপাশ এলাকা থেকে অসংখ্য মানুষের সমাবেশে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলানে অনেক দর্শক গাছের ডালে বসে খেলা উপভোগ করেন। প্রমিলা দর্শকদেরও উপস্থিত ছিল চোখে পড়ার মত। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৃত. অভিজিতের পিতা সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এম.পি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানাজ হোসেন জোয়াদ্দার, চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, জয়নাল আবেদিন প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারস আপ দলের হাতে ১টি গাভী ও ফ্রীজ তুলে দেন।
Leave a Reply