মোঃ সিরজুল হক রজু স্টাফ রিপোর্টার।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায়, জনপ্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশ, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহমান ও এমডি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে (রবিাব ৪ অক্টোবর) মঈন তুষার উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সেই সাথে হাইকোর্ট এ মামলায় মঈন তুষারকে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলেছেন। তবে তাকে কোন ধরনের হয়রানী না করতে বলেছেন হাইকোর্ট বলে সত্যতা নিশ্চিত করেছেন মঈন তুষার। উলেখ্য, বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান বাদী হয়ে গত ১৪ সেপ্টম্বর সোমবার মঈন তুষারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply