স্টাফ রিপোর্টার : আর.জে মিজানুর রহমান ইমনঃটাঙ্গাইল গোপালপুরে শিশু অপহরণ ঘটনার দুইদিন পর শিশুটিকে উদ্ধার করে গোপালপুর থানা পুলিশ । অপহরণ করা শিশুটি হলেন, উপজেলার আল-আমিনের ছেলে সে তাহফিজুল মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ।
জানা যায় গত ২ই সেপ্টেম্বর শিশুটি বাড়ি থেকে মাদ্রাসার উদ্দ্যেশে বেড়িয়ে যায়, বিকালে বাড়িতে না ফিরলে তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন । ঐদিন রাতেই অজ্ঞাত নাম্বার থেকে মাসুদের বড় ফুফুর মুঠোফোনে জানানো হয় সে তাদের কাছে আছে এবং তাকে অপহরণ করা হয়েছে । মুক্তিপণ হিসাবে দুই লক্ষ ষাট হাজার টাকা দাবি করে । পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা অপহরণকারীর মোবাইল নম্বর ট্র্যাক করে কৌশলে সুরক্ষিত অবস্থায় অপহৃত শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী অলিফ (২০) কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামী আলিফ হলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ।এ বিষয়ে গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা মোঃ কাইয়ুম খান জানান, তথ্য প্রযক্তি ব্যবহার করে আসামীর মোবাইল নম্বর ট্র্যাক করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি ।
Leave a Reply