আবু ইউসুফ বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর অদ্য (১৩/০১/২০২১) রাত (১)টা (৩০) মিনিটে আসামীর শোবার ঘরের দক্ষিণ পাশে খাটের পিছন হইতে পুলিশ লেখা ট্রাভেল ব্যাগের ভিতর কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় (৮০০) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃত (১) নং আসামী তাহমিনা রশিদ স্বর্ণা (৩২)স্বামী আলামিন পিতা আব্দুর রশিদ বাসা নং (১২) রাস্তা নং (১৯) সেক্টর (৪) উত্তরা পূর্ব থানা ঢাকা মহানগর এপি সাং আউচপাড়া কলেজরোড জান্নাতুল ভিলা অভিযান (৮) হোল্ডিং নং (২৫৩)থানা টঙ্গী পশ্চিম গাজীপুর মহানগর
(২)নং আসামী মোহাম্মদ কায়সার আহমেদ (৩১) পিতা মোঃ মোস্তফা সাং বিনটিয়া ঢালী বাড়ি থানা গোসাইরহাট জেলা শরীয়তপুর।
(৩)নং আসামী মোঃ মনির হোসেন ২৫ পিতা মোঃ আলমগীর সাং গঙ্গাপুর ফরাজী বাড়ি থানা বোরহানউদ্দিন জেলা ভোলা এপি সাং কলমা জিনজিরা পাতিল ফ্যাক্টরি সিপিএম মোড় কামালের বাড়ির ভাড়াটিয়া থানা জেলা সাভার।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় (১) নং আসামী সহ (২) এবং (৩) নং আসামী উত্তরা সাভার গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করিয়া আসিতেছে আরো জানতে পারি কয়েকদিন আগে (১) নং আসামীর স্বামী আলামিন উত্তরা এপিবিএনের হাতে (৪৫০) পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয়।
Leave a Reply