মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের হোটেল রেডিয়েশন থেকে ইন্দ্রজিৎ(৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে ঐ হোটেলের চারতলার ৪০১৪ নং রুম থেকে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত ইন্দ্রজিৎ কুমার কুষ্টিয়া জেলার মিরপুর থানার বেলগাছীয়া গ্রামের শ্রী সুসেন কুমারের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, রাত ১০ টার দিকে হোটেল বয় রাউন্ড দিতে যেয়ে তার দরজায় অনেকবার নক করলেও কোন সাড়া না পেয়ে পুলিশ কে খবর দেয়।সেসময় পুলিশ এসে জানালা দিয়ে কৌশলে লাঠির দ্বারা দরজা খুলে ইন্দ্রজিৎ কে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার রুমের টেবিলে একটি চিরকুটও দেখতে পায় পুলিশ। চিরকুটে তার স্ত্রী মিনতি রানীর মোবাইল নাম্বার লেখা ছিল এবং লাশটি যেন তার কাছে পৌছে দেওয়া হয়।
হোটেল সুত্রে জানা গেছে, ইন্দ্রজিৎ গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে এই হোটেলে ওঠে, তবে সে কি কাজ করতো সে বিষয়ে তারা অবগত নয় বলে জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশ প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করেছে।
Leave a Reply