মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ প্রতিনিধি।
মহেশপুর খোসালপুর সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল সহ পাঁচ জনকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ,৫৮ বিজিবির অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল উপজেলার খোশালপুর থেকে নড়াইল জেলার মাইজ পাড়া গ্রামের দীপক সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার(২৫), প্রসেনজিৎ সরকারের স্ত্রী তিথি সরকার(১৮), ঝন্টু রায়ের মেয়ে রিয়া রায়(১৮) ও গাইবান্দা জেলার শিবপুর গ্রামের জাবেদ আহম্মেদের স্ত্রী তানিয়া আক্তার(২০)।
এছাড়া প্রবেশে সহায়তা করার অপরাধে দালাল উপজেলার জলিলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি আহম্মেদ(২১)কে আটক করে।
এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মহেশপুরে চাঁদাবাজির সময় একজনকে আটক করে বিজিবির। গতকাল বিকালে মহেশপুরে চাঁদাবাজির সময় ৫৮ বিজিবির হাতে আটক হয়।
বিজিবি সূত্রে প্রকাশ,৫৮বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল শ্যামকুড় বাজারে রহিমা সেবালয়ে চাঁদাবাজিকালে শ্যামকুড় গ্রামের মৃত হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন(৩০) কে চাঁদাবাজির ৮হাজার টাকা সহ হাতেনাতে আটক করে।
এলাকাবাসী জানিয়েছে,উক্ত সাদ্দাম হোসেন বিজিবির সোর্স হিসেবে কাজ করতো।এ ব্যাপারে মহেশপুর থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply