মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ
২০/১/২০২১ বুধবার বেলা ১১টার সময় বীরশ্রেষ্ট হামিদুর রহমান ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ খেলার শুভ উদ্বোধন করেন। এর আগে জাহেদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাষা সৈনিক মরহুম জাহিদ হোসেন মুসা মিয়া ও মরহুম হাসান শাহরিয়ার জাহেদী রাহুল স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়া জাহেদী হিজল ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল বক্তব্য রাখেন। বক্তারা সকলের প্রতি খেলা দেখার আহবান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশন ও আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান,জাহেদী ফাউন্ডেশনের শাহ তনুরেজা আসাদ, মাসুদুর রহমান রানা, ইউনুস আলী, মানিক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিকসহ ক্রিকেট প্রেমিরা । উদ্বোধনী খেলায় ঝিনাইদহ ক্রিকেট ক্লাব বনাম আব্দুল লতিফ ক্রিকেট একাদশ অংশ গ্রহন করে। এ খেলায় জেলার মোট ১২টি ক্রিকেট দল অংশ গ্রহন করছে।এ খেলা ২০জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৫দিন ব্যাপি।
Leave a Reply