স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে হিন্দু সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বৈডাঙ্গা গ্রামের এক হিন্দু সম্প্রদায়ের কনক কুমারের ছেলে হরিনাকুন্ডু লালনশাহ কলেজের অর্থনিতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র সমীর কুমার (২২) বিগত কয়েক মাস ধরে নিজের ফেসবুক আইডি (সমীর কুমার) থেকে একটি গ্রুপ (যুক্তি দিয়ে কথা হবে) কমেন্টস বক্সে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
তার উপর ভিত্তি করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা মঙ্গলবার সকাল সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা বাজারে একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ এর পর ঝিনাইদহ-চায়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা নামক স্থানে ধর্মপ্রাণ মুসলমানেরা সড়কের মাঝে সমীর কুমারের শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে । এতে করে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে সাময়িক ভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝিনাইদহ সদর অফিসার ইনচার্জ মিজানুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করেন এবং সবাইকে আশ্বাস দেন। তদন্ত সাপেক্ষে সমীর কুমার দুষি হলে তাকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।
এবিষয়ে মানববন্ধনে থাকা ধর্মপ্রাণ মুসলমানেরা বলেন,এদের মতো দুঃসাহস মানব ইতিহাসে আগে কেউ কখনো দেখায় নি। আল্লাহর রাসূলের অবমাননা করা হবে, আর মুসলিমরা চুপ করে থাকবে এটা কখনোই হতে পারে না। এধরণের বেধর্মীদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদী হতে হবে।
এবিষয়ে ঝিনাইদহ সদর অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,সমীর দুষি হলে তদন্ত সাপেক্ষে তাকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।
Leave a Reply