মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
সংঘাত নয়, সম্প্রীতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামের একটি সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শান্তি পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর আঞ্চলিক এ্যামবাসেডর পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু, জাতীয় পার্টির প্রতিনিধি শামীম আজাদ সোনা, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ মাহমুদুল হাসানস অন্যান্যরা। এসময় বক্তারা, দেশ তথা সারা বিশ্বে শান্তি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দের সহমর্মিতা ও সহবস্থানে থেকে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply