মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
ঝিনাইদহে আদ্রিতা ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস) এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জোহান ড্রিম ভ্যালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিএস এর কর্মসূচি পরিচালক বিশিষ্ট নাট্যকার, সাহিত্যিক ও প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় (এডিবি এএমপি-ডব্লিউটি) খুলনা ও বরিশাল বিভাগের মনিটরিং বিশেষজ্ঞ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নেহাল উদ্দিন আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজ সেবক মকসুদ আহমেদ মনি, কুষ্টিয়া দিপ্তানীয়া সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা। অনুষ্ঠানে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১শত ২০ জন এডিএস এর সদস্যরা কর্মশালায় অংশ নেয়। উল্লেখ্য, আদ্রিতা ডেভেলপমেন্ট সোসাইটি একটি অরাজনৈতিক এবং জনকল্যানমূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে জনকল্যানমুখী গবেষণা ও কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রান্তিক জনগণসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি সহজলভ্যতার জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সহ আরো কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার আর্থিক সহায়তা নিয়ে ঝিনাইদহ ও মাগুরা জেলায় আর্সেনিক মিটিগেশান ও ওয়াটার ট্রিটমেন্ট কর্মসূচি নামে পরিচিত।
Leave a Reply