মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ ২৪.১১.২০ :
ঝিনাইদহের শৈলকুপায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পিয়াজ বাজার কমিটির আয়োজনে নতুন বাজারে গতকাল দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
নানা রংয়ের পোশাক গায়ে ঢোল-বাশি সহ বাদ্যের তালে তালে শারীরিক কসরত প্রদর্শণ করেন লাঠিয়ালরা আর তা দেখে আনন্দ উপভোগ করেন ছেলে বুড়ো থেকে শুরু করে উপস্থিত সর্বস্তরের মানুষ। শৈলকুপা, বিত্তিপাড়া, ভাটই সহ বিভিন্ন এলাকা থেকে আাসা ১২ টি দল খেলায় অংশ নেয়। সব শেষে সন্ধ্যায় বিজয়ী লাঠিয়াল দল আমির হামজাকে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।
Leave a Reply