বিশেষ প্রতিনিধি জয়পুর হাট থেকে।
জয়পুর হাট পাচঁবিবি থানার ভিমপুর গ্রামের ইসরাইল মন্ডল (৫৫) পিতা মৃত জহিরউদ্দিন মন্ডলের ছেলে’
ইসরাইল মন্ডল প্রায় এক বছর আগে থেকে বাড়ি বিক্রিয় হবে বলে সাইনবোট লাগিয়ে রেখেছে
কিন্তু এই বাড়ি ও জমির মালিক পাচঁজন আছে এবং পাচঁ জনেরই রেজেস্টেটিকৃত সম্পত্তি থাকা কালিন সে ক্ষমতার জোড়ে ইসরাইল নিজেই বিক্রি করার জন্য সাইনবোট লাগিয়ে রেখেছে এবং আরো বাকি জমির মালিদের পরোয়া করেনা। এবং বাড়িতে অন্যে মালিদের ঢুকতে দেইনা জবর দখল করে রেখেছে তার সস্ত্রাসীবাহীনি দিয়ে।
ইসরাইল মন্ডল কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও তার দল বল অনেক বড় এবং ইসরাইল সব সময় নেশা খেয়ে থাকেন
তাকে কেও কিছু বললে সে ঘগিন্ন ভাষায় গালাগালি করে এই জন্য ভয়ে কেও মুখ খুলতে চাইনা
পাচঁজন মালিকের নাম
১) জসিম উদ্দিন/ ১ শতাংশ
২) শাপলা বেগম /১ শতাংশ ০.২৫
৩) টুম্পা বেগম/১শতাংশ ০.২৫
৪) ডলার মন্ডল/৪ শতাংশ
৫) ইসরাইল মন্ডল /২শতাংশ০.৫০
সবার রেজেষ্টিকৃত সম্পত্তি
এই ইসরাইলের বিরুদ্ধে জেলা প্রসাশনের নজর দেবার আহবান জানাই
Leave a Reply