এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
নারী, কিশোর-কিশোরী ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে আজ (সোমবার) সকালে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, পুষ্টি চাহিদা ও পুষ্টি গ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারের পাশাপাশি নারীদের সচেতন করে তোলা হবে। বিভিন্ন হাট বাজারে নারীরা তাঁদের পছন্দমত পুষ্টিমান সম্পন্ন শাকসবজি কিনতে পারেন তার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু সংখ্যক বাজারে নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং কর্নার (শিশুদের বুকের দুধ খাওয়ানোর স্থান) তৈরি করা হবে। এছাড়া মসজিদের ইমামদের প্রশিক্ষণ দিয়ে খুদবায় পুষ্টিবার্তা প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।
সভায় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, ডাঃ সাদিয়া মনোয়ারা উষা প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
Leave a Reply