রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম জাহানার জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগের চ্যাম্পিয়ন হয় তরুন সংঘ। খেলায় রানার আপ হরিয়ান ফুটবল একাডেমীকে ট্রফি প্রদান করা হয়েছে।
ট্রফি প্রদান উপলক্ষে গতকাল বুধবার বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই প্রীতি ফুটবল ম্যাচেও মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সংঘ ১-০ গোলে হরিয়ান ফুটবল একাডেমীকে হারিয়ে দেয়। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন রাজশাহী সিটি করের্পারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন,
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান রতন। এছাড়াও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) মোঃ খায়রুল আলম ফরহাদ,
যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রেজাউল ইসলাম বাবুল, নিবার্হী সদস্য মীর তৌফিক আলী ভাদু, নুরুল হক, মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, চ্যাম্পিয়ন দলের কর্মকর্তা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার ও ২ নম্বর প্যানেল মেয়র রজব আলী, ১৯ ওয়ার্ড বাউন্সিলার তৌহিদুল হক সুমন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply