১৫ই আগস্ট জাতির পিতার শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচি
১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে:- সূর্য উদয় ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।
দুপুর ১২ টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শোক র্যালি বের করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
শ্রদ্ধা নিবেদন শেষে দরগাহগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আলোচনা সভা। আলোচনা সভা এবং খতমে কুরআনের দোয়া মাহফিল শেষে অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে শিরনী বিতরণ।
সন্ধ্যায় মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভা।
ওয়ার্ডসমূহে বিভিন্ন কর্মসূচী গ্রহণ সহ সারাদিনব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার।
উক্ত কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ৪২ টি ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন।
Leave a Reply