দেশের অন্যতম কর্পোরেট সিএইচএল গ্রুপ এর আবাসন প্রতিষ্ঠান চেম্বার হোল্ডিংস লিমিটেড।
স্টুডেন্ট ভিসা ও টুর অপারেটিং প্রতিষ্ঠান ভিনটেইজ ইন্টারন্যাশনাল সিলেটে তাদের কার্যক্রম শুরু করেছে।
রিয়েল এস্টেট সেক্টরে আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত প্রযুক্তি নির্ভর সেবা দিতে সিএইচএল বদ্ধপরিকর। ইতিমধ্যে তাদের প্রোপার্টি ম্যানেজম্যান্ট সার্ভিস সিলেটে শুরু হয়েছে।
মুলতঃ দেশে বা বিদেশে বসবাসরত যাদের সিলেট শহরে আবাসিক বাসাবাড়ি বা বানিজ্যিক স্থাপনা আছে কিন্তু দেখাশোনা করার দায়িত্বশীল কেউ নেই, উনাদের প্রোপার্টি দেখাশোনা, ভাড়া সংগ্রহ, হোল্ডিং ট্যাক্স ও বিভিন্ন বিল প্রদান সহ যাবতীয় কাজের দায়িত্ব সিএচএলকে প্রদান করলে তারা তা যথাযথভাবে সম্পন্ন করবে এবং সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণ করবে।
এছাড়া জমি, আবাসিক বাসাবাড়ি ও বানিজ্যিক স্থাপনা ক্রয় বিক্রয়ে সিএলএল এর দক্ষ কর্মীবাহিনী সবধরনের সহায়তা প্রদান করবে।
মিলন মঞ্জিল (২য় তলা) (সাবেক বিদ্যুত অফিস) রাসোস-৪, সোনারপাড়া রোড, মিনাবাজার সিলেটের চেম্বার হোল্ডিংস লিমিটেডর অফিস। সেবা নিতে যোগাযোগ করতে পারেন বাবলু আহমেদের ০১৬৮২৭৯০৭৭৮ এই মোবাইল নাম্বারে।
Leave a Reply