সাইফুদ্দিন, নিজস্ব প্রতিনিধিঃ
জন কল্যানে আপনার গভীরতা অনেক,যার ভিতরে অফুরন্ত ভালবাসা ও দৈর্য্য ধারন করার মানসিকতা আপনাকে তৈরি করেছে মহান এবং উদার।সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনি নিজেকে উজার করে মানবতার সেবার মনস্তাত্ত্বিক চিন্তাধারা, আপনার প্রতি কৃতজ্ঞতা জনগনের ভালবাসা।আপনি এই করোনাকালীন সময়ে
ঘরে বসে না থেকে যিনি সর্বদা বান্দরবন পৌরসভা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন, সত্যি আপনি মহান, আপনি নিজের চিন্তা না করে আপনি বান্দরবন পৌরসভা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন , আপনার জন্য পৌরসভাবাসী ধন্য,
তাই আসন্ন পৌরসভা নির্বাচনে বান্দরবনবাসী আপনাকে মেয়র হিসেবে দেখতে চায়। সৌজন্যেঃ মোঃ মানিক রাজা এবং সাইফুদ্দিন সালেহী।
Leave a Reply