মোঃ সাদ্দাম হোসাইন সোহান,স্টাফ রিপোর্টার,
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মস্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমের পরিবর্তে বেআইনিভাবে তার ছেলে মো. কামাল মিয়ার স্বাক্ষরে জন্মনিবন্ধন সনদ ও নাগরিক সনদ প্রদানসহ অন্যান্য সব সরকারি কার্যক্রম পরিচালনার অভিযোগে স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় দেলোয়ারা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়।
Leave a Reply