___________________________
মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ছাত্র দলের সভাপতি নাজিম হৃদয় সাংগঠনিক সম্পাদক অাবদুল্লাহ সোহানের বিারুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার করে অাসছে যাহা, দলের ইমেজ খুন্ন করার অপচেষ্টা বলে দাবি করছেন উপজেলা বি এন পি-র সভাপতি কামাল উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন পৌর বি এন পি সভাপতি অাবদুল মতিন লিটন সাধারণ সম্পাদক অাবদুল্লা অাল মামুন উপজেলা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল নেতারা মিথ্যা মামলা ও অপপ্রচারের তিব্র নিন্দা জানান।নেতারা অারো বলেন যারা নাজিম সোহান কে কিশোর গ্যাংগ বলে অপপ্রচার করে তারা নিজেরাই কুকর্মে জড়িত। অনুসন্ধানে জানা যায় ছাত্র দল নেতা সোহান নাজিম দের সামাজিক অবস্হান যথেষ্ট সুনাম রয়েছে। রাজনৈতিক ভাবে ও রয়েছে ভদ্র সৎ তাদের সামাজিক ভাবে হেয় করে কাওকে খুসি ও ফয়দা লুটতেএকটি মহল অপপ্রচার করে। উপজেলা বি এন পি -র অংঙ সহযোগী সংগঠনের নেতাদের দাবি অবিলম্বে মিথ্যা মামলা পত্যাহার ও অপপ্রচার বন্ধ না করলে কঠিন জবাব দেয়া হবে।
Leave a Reply