মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
অনলাইন ডস্কঃসুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী পলাতক উবায়দুর রউফ বাবলু গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত ৯ টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এএসপি সার্কেল (ছাতক) মো. বিল্লাল হোসেন ও ওসি মোস্তফা কামালের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম), এসআই দেলোয়ার হোসেন, এএসআই আবু তালেব, এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত উবায়দুর রউফ বাবলু দিঘলী রামপুর গ্রামের মৃত. আব্দুর রউফের ছেলে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ৭ নভেম্বর প্রতিপক্ষের হামলায় নিহত হন শিবনগর গ্রামের খুরশীদ আলীর পুত্র মাওলানা ইয়াকুব আলী।
এ ঘটনায় নিহতের ভাই আওলাদ আলী বাদী হয়ে ছাতক থানায় ৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ চাঞ্চল্যকর হত্যা মামলার এ পর্যন্ত অজ্ঞাতনামা ৮জনসহ মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।
২৩ জন আসামী আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন ও ১০ জন আসামী পলাতক রয়েছেন।
এ বিষয়ে এএসপি সার্কেল (ছাতক) মো. বিল্লাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply