শুক্রবার, ০২ অক্টোবর ২০২০,
বিশেষ প্রতিনিধি ->>
চ্যাম্পিয়নরা কোন কোন দলকে পেলো নিজেদের গ্রুপে, এটা দিয়েই চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের মুখবন্ধ লেখা উচিত। কিন্তু এই রীতি কে মানবে, যখন শুনবেন চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্বে মুখোমুখি ইতিহাসের দুই সেরা সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো! বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগ ২০২০-২১ মৌসুমের গ্রুপ পর্বের ড্র মেসি ও রোনালদোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। মেসির বার্সেলোনা ও রোনালদোর জুভেন্টাস পড়েছে ‘এফ’ গ্রুপে। গ্রুপের অন্য দুই দল ইউক্রেনের ডায়নামো কিয়েভ ও হাঙ্গেরির ফেরেঙ্কভারোস। রোনালদো ও মেসি দেড় দশক ধরে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতে আসছেন। মেসি ছয়বার জিতেছেন ব্যালন ডি’অর, পাঁচবার রোনালদো। কিন্তু তাদের মধ্যে এতদিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে, গ্রুপ পর্বে কখনও মুখোমুখি হননি তারা। এবার বার্সেলোনা দ্বিতীয় পটে স্থান পাওয়ায় আর রোনালদো স্পেন থেকে ইতালিতে পাড়ি জমানোয় সেটা সম্ভব হলো। টেলিভিশন কোম্পানিগুলো গ্রুপ পর্ব থেকেই এবার মেতে উঠবে।
Leave a Reply