মোঃ সুমন ইসলাম ,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
ডিসেম্বরে বিজয় দিবস
উপলক্ষে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ উদ্ভোধন উপলক্ষে যাবতীয় কার্যক্রম
পরিদর্শনে এলেন বিভাগীয় কমিশনার।
গতকাল বৃস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর ওয়াহাব ভূঞা
চিলাহাটিতে বাংলাদেশ ভারত রেলপথ নির্মান প্রকল্প পদির্শন রেলপথ মেরামত,
নতুন লাইন স্থাপন,রেলের অবকাঠামোসহ নানাদিক ঘুরে দেখলেন ও ভিডিও
প্রজেক্টরের মাধ্যেমে যাবতীয় কায্যক্রম অবলোকন করে,পরে ডাঙ্গাপাড়া
সীমান্তে গিয়ে জিরো পয়েন্টে বাংলাদেশ ভারত রেল সংযোগ স্থল ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনরা মোঃ জাকির হোসেন,রেলের
পিডি আব্দুর রহিম,নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধরী,অতিরিক্ত
জেলা প্রশাসক রাজস্ব,৫৬ বিজিবি কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসার,সহকারী
কমিশনার ভূমি, ডোমার ওসি ডোমার, চিলাহাটি পুলিশ তন্দ্রা কেন্দ্র আইসি, স্থানীয় রাজনৈতি বিন্দু উপস্থিত ছিলেন।
মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।
০৩/১২/২০২০
০১৭৮০৫৫১৬১৭,
Leave a Reply