বিশেষ প্রতিনিধি-
পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানাধীন দূর্গম তুল্যা কার্বারীপাড়ার কালা পাহাড় এলাকায় সেনাবাহিনী ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে আনুমানিক ০৪ কোটি ২৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও গাঁজা গাছ ধ্বংসসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সমতল ভূমির পাশাপাশি পার্বত্য অঞ্চলেও সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেফতারের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানাধীন দূর্গম তুল্যা কার্বারীপাড়ার কালা পাহাড়ের উপর কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজার গাছ চাষ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ জানুয়ারি ২০২১ ইং তারিখ ০৯১৫ ঘটিকায় সেনাবাহিনী ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযানে গেলে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা ধাওয়া করে আসামি সান্ত চাকমা (৪০), পিতা- মৃত মদন মোহন চাকমা, গ্রাম- বার নং প্রকল্প, থানা ও জেলা- খাগড়াছড়ি’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে চাষকৃত ০৫ টি আবাদী জমিতে (মোট ০১ বিঘা) নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা গাছ চাষাবাদ অবস্থায় পাওয়া যায়। উক্ত ০৫টি চাষকৃত আবাদী জমি হতে আনুমানিক ০৩ হাজার এর অধিক গাঁজার গাছ জব্দ করা হয় এবং কিছু আলামত রেখে অবশিষ্ট গাঁজার গাছ ধ্বংস করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামির বসতঘর তল্লাশি করে ০৮ কেজি গাঁজার বীজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, ইতোপূর্বে গত ২১ অক্টোবর ২০২০ ইং তারিখে পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানাধীন দূর্গম হাতিয়াছড়া পাহাড়ী এলাকায় সেনাবাহিনী ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে ০৩ টি (মোট ৬৫ শতাংশ জমি) চাষকৃত আবাদী জমি হতে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস করা হয়।
গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply