বিশেষ প্রতিনিধি রিজাউল করিম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকায় ইঞ্জিন চালিত ধান বোঝাই ভ্যান উল্টে ৮ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে।
বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতদের বাড়ি সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামে।
নিহতরা হলেন: বাবু (২৬), কাশেদ (৪২), মিঠুন (২২), তাজামুল (৪৮), কারিম(২৭), মিজানুর(২৬); আহাদ (২২), আতাউর (২৮)
গুরুত্বর আহত: চালক মাসুদসহ ০৪ জন ।
ঘটনাস্হলে তাৎক্ষণিক পরিদর্শন করে নিহত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ জনাব মো: সাকিব আল রাব্বি। এসময় শিবগঞ্জ থানা পুলিশ; ফায়ার সার্ভিস এর উদ্ধারকর্মীদল, ইউপি চেয়ারম্যান শাহাবাজপুর-সহ অন্যরা।
এই মর্মান্তিক মৃত্যুতে আমরা উপজেলা প্রশাসন, শিবগঞ্জের পক্ষ হতে মরহুমদের আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ তাদের জান্নাত নসীব করুন। শোকাহত পরিবারদের প্রতি সমবেদনা জানায়। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ প্রতিদিন।
Leave a Reply