বিধান কুমার বিশ্বাস। রাজবাড়ী জেলা প্রতিনিধি।
”নিরাপদ মাছে ভরবো দেশ” ”মুজিববর্ষ বাংলাদেশ”
রাজবাড়ী জেলার সদর উপজেলার ১৩ নং চন্দনী ইউনিয়নে ২০২০-২০২১ অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাউল বিতরণ করা হয়। জেলা মৎস্য অফিসের আয়োজনে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে চন্দনী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি হিসাবে দিলসাদ বেগম জেলা প্রশাসক রাজবাড়ী,
বিশেষ অতিথিবৃন্দ, এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজবাড়ী সদর রাজবাড়ী,
জয়দেব পাল জেলা মৎস্য কর্মকর্তা রাজবাড়ী,
আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজবাড়ী সদর রাজবাড়ী।
এ সময় আর উপস্থিত ছিলেন চন্দনীর ১,২,৫,৬,৮,৯ নং ইউ পি সদস্য,চন্দনীর পদ্মাবর্তী জেলে সম্পদায় ব্যক্তিবর্গ সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
মৎস্য অফিসের আয়োজনে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাশক দিলসাদ বেগম বলেন, এখন থেকে ২২দিন যাবত প্রযন্ত ইলিশ মাছ আহরণ ক্রয়-বিক্রয় করা যাবে না। এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম।এ সময় ইলিশ আহরণ নিষিদ্ধ।এ সময় ইলিশ আহরন করলে মা ইলিশ রক্ষা সম্ভব নয় ফলে ইলিশ মাছের বৃদ্ধিও হবে না। তিনি আর বলেন,এই মৎস্য অভিযানে মধ্যে ইলিশ মাছ আহরন, মজুতকরণ,ক্রয় ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।এ সময় সবাইকে এ বিষয়ে মৎস্য আহরন ও ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানান।
Leave a Reply