বিধান কুমার বিশ্বাস।রাজবাড়ী জেলা প্রতিনিধি।
“নারীর প্রতি সহিংসতা নিরসনে
আপনার পুলিশ আপনার পাশে ”
“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি
নারীবান্ধব দেশ গড়ি”
রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ২০২০ এর বিট ১৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে রাজবাড়ী সদর থানার সাব-ইন্সপেক্টর মোঃ আবু জাহেদ শেখ এর সভাপতিত্বে ও চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, কে, এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন শেখ, চান্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর সহ চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও চন্দনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
“বন্ধ হোক নারী নির্যাতন
নিশ্চিত হোক দেশের উন্নয়ন”
“নিরাপদ নারী, নিরাপদ দেশ
সুখী সমৃদ্ধ বাংলাদেশ”
উক্ত অনুষ্ঠানে বক্তারা এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন বর্তমানে সরকার নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতি কঠোর আইন প্রয়োগ করেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস হয়েছে। আপনার সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনার সন্তান কোথায় যায় কী করে রাত-বেরাত ঘোরাফেরা করে এগুলোর খবরা-খবর আপনাকেই নিতে হবে।
আপনি যদি আপনার সন্তানের খবর ঠিকমতো নিতে পারেন তাহলেই সমাজ থেকে মাদক সেবন, ধর্ষণ, নারী নির্যাতন প্রতিহত করা যাবে।
Leave a Reply