চট্টগ্রাম জেলা প্রতিনিধি মোঃ শাহারিয়ার সুমন।চট্টগাম জেলার সীতাকুন্ড থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত আসামী হল, চট্টগ্রাম জেলার ভুজপুর থানাধীন হোসেনের কেল, হেয়াকো এলাকার বাবুল মিয়ার ছেলে মনির হোসেন (২০)।
আজ শনিবার ০৫ ডিসেম্বর ভোর ৪ঃ৪০ মিনিটের সময় সীতাকুন্ড থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন।
র্যাব-৭, এর সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টহল দল চট্টগাম জেলার সীতাকুন্ড থানাধীন বটতলা এলাকার মেসার্স সীতাকুন্ড পেট্রোলিয়াম এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশন এর সামনে একটি বিশেষ চেকপোস্ট মাধ্যমে গাড়ি তল্লাশিকালে সন্দেহজনক গতিবিধির একটি প্রাইভেটকার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে এক জনকে আটক করে । পরে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো ও সনাক্তমতে প্রাইভেটকারের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৩৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো- গ-২২-৫৪৮৫) জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামিকে চট্টগাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply