মোঃ রতন খান ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। সুজানগর পাবনা গোপালগঞ্জ থেকে অপহৃত এক শিশু কে পাবনার সুজানগর থেকে উদ্ধার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায় গোপালগঞ্জ জেলার গোবরার শেখ নজরুল ইসলামের শিশু সন্তান হাফিজুর রহমান (৯) নামক এক শিশু কে অপহৃত হয়। হাফিজের বাবা শেখ নজরুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৩১ তারিখ ১৬ নভেম্বর-২০২০ । মামলা সূত্রে গোপালগঞ্জ থানা পুলিশ গত ১৮ নভেম্বর ২০২০ তারিখ বিকেলে সুজানগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারে সংলগ্ন এক বাড়ি থেকে শিশু হাফিজ কে উদ্ধার করে। সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান, টাকা পয়সা লেনদেন কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। শিশু হাফিজ কে উদ্ধার ও ঘটনায় জড়িত ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার বেয়াযেত পুর গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে রাশেদ শেখ (৪৫) ও তাঁতীবন্দের মুন্নাফ ব্যাপারীর ছেলে বাবুল আলম ওরফে ফারুক (২৫) কে আটক করা হয়েছে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply