আবু ইউসুফ বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর এলাকাবাসী কে সাথে নিয়ে আবু ইউসুফ এর রিপোর্ট। চান্দুরা অন্তর্গত ট্রেন রাস্তা কালাম পুর পাকার মাথা বাগান বাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবক ও যুবতীর ছিন্নভিন্ন লাশ দেখতে হাজার মানুষের ভির।
এলাকাবাসী বলেন তাড়া দুই জন কিছু সময় আগে পানি খাইতে খাইতে ট্রেন রাস্তা দিয়ে হাটতে হাটতে যান একটা ফাকা জায়গায় গিয়ে দুইজন বসেন ট্রেন রাস্তার উপর বসেন কিছু খুন পরে একটা ট্রেন আসলে ট্রেন যায়ার পরে আমরা দেখি সেই যুবক ও যুবতীর ট্রেনে কাটা ছিন্নভিন্ন লাশ এখনো যুবক ও যুবতীর পরিচয় পাওয়া যায়নি ।
এলাকাবাসী কালিয়াকোর থানা পুলিশ কে ফোন করে বলেন কালাম পুর পাকার মাথা বাগান বাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবক ও যুবতী নিহত হয়েছে খবর পেয়ে কালিয়াকোর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের প্রশ্নর জবাবে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান কালিয়াকোর থানা পুলিশ।
Leave a Reply