বিধান কুমার বিশ্বাস।
রাজবাড়ী জেলা গয়েন্দা শাখা ডিবির অভিযানে আলিপুরের হামিদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার ৩ শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এবং ওমর শরীফ, অফিসার ইনচার্জ , জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর নেতৃত্বে অত্র মামলার বাদী এস আই নিঃ মোঃ নাজমুল আলম, সঙ্গীয় এ এস আই নিঃ মোঃ সামাদ মোল্লা, সঙ্গীয় ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী, ২৩৬ নং জিডি মামলার আসামি ২৮ শে নভেম্বর মূলে রাজবাড়ী সদর থানাধীন বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১১ টার সময় রাজবাড়ী সদর থানাধীন আলীপুর সাকিনস্থ হালদার পাড়ার মোড়ে জনৈক হাকিম মুন্সী(৪৫) এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ জাহাঙ্গীর সরদার(৪৮) পিতা-মোঃ হামিদ সরদার, সাং-আলীপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনা বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ ওমর শরীফ সাংবাদিকদের জানান ধৃত আসামী জাহাঙ্গীর সরদার এর বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজি সংক্রান্তে ০৯টি মামলা রয়েছে।
Leave a Reply