মোঃমাজহারুল ইসলাম মলি
বিশেষ প্রতিনিধি
গলাচিপা উপজেলা ছাত্রলীগের কমিটির আজ এক বছর পূর্তি। ২০১৯ সালের সেপ্টেম্বরের ২৬ তারিখ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।সেই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফ আহমেদ আসিফ ও সাধারন সম্পাদক জাহিদ হোসাইন।কমিটির এক বছর পূর্তি উপলক্ষ্যে সভাপতি শরীফ আহমেদ আসিফ উপজেলার সকল ছাত্রলীগ নেতা কর্মী তথা সমগ্র ছাত্রসমাজকে ফুলেল শুভেচ্ছা জানালেন।
তিনি আরো বলেন,গত বছর এই দিনে বর্তমান কমিটি অনুমোদন পায় এবং আমাকে উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়। এর পেছনে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি রইলো কৃতজ্ঞতা।
একজনের নাম না বললে বড্ড অন্যায় হবে, তিনি আমার অভিভাবক জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি হাসান শিকদার ভাই। তার অবদান অনস্বীকার্য। পাশাপাশি মাননীয় এমপি মহোদয় এস এম শাহাজাদা ভাই এর প্রতি কৃতজ্ঞতা, উপজেলা চেয়ারম্যান মহোদয় এ বং উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক মহোদয়দের প্রতি কৃতজ্ঞতা।জানিনা এই এক বছরে উপজেলা ছাত্রলীগের জন্য কি করতে পেরেছি। যদি উপজেলা ছাত্রলীগের কোনো সফলতা থাকে তবে সে অবদান আমার সমগ্র উপজেলা ছাত্রলীগের কর্মীদের। আর সকল ব্যর্থতা সংগঠনের সভাপতি হিসেবে সেটা আমার।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো ছাত্রলীগের কর্মীদের প্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি।
Leave a Reply