মোঃহৃদয় হোসেন বিশেষ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া তে র ্যায়ব চার এর হাতে আটক হন,গজারিয়া ট্রাকচালক সমিতির সভাপতি মোঃরিটু প্রধান।গত কাল ১৮/১০/২০২০ ইং রোজ রবিবার সন্ধা পাঁচ ঘটিকার সময় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ঘাট সংলগ্ন স্থানে রিটু প্রধানকে আটক করেন র্্যায়ব (চার)।সে খবর শুনিতে পান রিটুর বড় ভাই বালুয়াকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং গজারিয়া উপজেলা ছাএলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আল-আমীন প্রধান।
তিনি এসে রিটু প্রধানকে গ্রেফতার এর বিষয়ে কারন জানিতে চাইলে তাকে কোনো কারন দসা না দেখিয়ে আল-আমীন প্রধানকে ও গ্রেফতার /আটক করে গাড়িতে ই
উঠিয়ে নিলে।বালুয়াকান্দির সাধারন মানুষ বালুয়াকান্দির পবেশ পথ গজারিয়ায় মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন কিছু ক্ষন।তখন গজারিয়া থানার ভারপাপ্ত আফিসার ইনর্চাজ মামুন সাহেব এসে মহাসড়ক টি অবরোধ মুক্ত করেন।সেখান কার সকলের কথা অপরাধীর শাস্তি হক আমরা ও চাই।অপরাধ যদি করে রিটুর সাজা পাবে তবে তার আত্নীয় সজন কে কেনো হয়রানি বা গ্রেফতার করা হবে।রিটুর বড় ভাই আল-আমীন প্রধান তো কোনো অপরাধ করেনি তাকে কেনো গ্রেফতার করে নিয়ে গেলো র্্যায়ব চার।
Leave a Reply